আঁখি আলমগীর এবার কলকাতার অ্যালবামে

কলকাতার নতুন একটি মিক্সড অ্যালবামে গাইছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর। ‘মনে সাথে সব অভিমান’ শিরোনামে একটি গানে কন্ঠ দিচ্ছেন তিনি। গানটি লিখেছেন আশিষ বৈদ্য। গতকাল রাজধানীর একটি স্টুডিওতে ভয়েস দেন তিনি। আরো জানান, আমি খুব একটা মিক্সড অ্যালবাম করিনা। আশিষ দা প্যারিস থেকে আমাকে জানালেন অ্যালবামটা করতে চান। বললাম গানটা পাঠান। গানটায় আমি মুগ্ধ। তারপরই কাজটা শুরু করি।’ আঁখি আলমগীর ছাড়াও বাংলাদেশ থেকে সঙ্গীতশিল্পী সন্দীপনেরও একটি গান থাকছে। ভ্যালেন্টাইন ডেতে অ্যালবামটি কলকাতায় রিলিজ পাবে। পরে বাংলাদেশেও রিলিজ দেয়া হবে। পাশাপাশি বর্তমানে স্টেজ শোতে ব্যস্ত সময় পার করছেন তিনি। ঢাকা, কুমিল্লা, নরসিংদি, খাগড়াছড়ি, সিলেট, কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবানে পুরো ডিসেম্বর জুড়েই স্টেজ শো করবেন।