ঝিনাইদহের ফুটবল খেলাকে কেন্দ্র করে দু দল সমর্থকের মধ্যে সংঘর্ষ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বিমলেন্দু বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার পথে দু দল দর্শকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষ চলাকালে হাটগোপালপুর বাজারের দোকানপাট ও ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। গত শনিবার রাত ৯টার দিকে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান, গত শনিবার বিকেলে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে বিমলেন্দু বিশ্বাস স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পদ্মাকর ইউনিয়ন ও পাগলাকানাই ইউনিয়নের মধ্যে সেমিফাইনাল খেলা ছিলো। খেলায় পদ্মাকর ইউনিয়ন পরাজিত হয়। খেলা শেষে ট্রাক ও বাসযোগে তারা বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোয়ালপাড়া বাজারে দু দলে বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গোয়ালপাড়া বাজারে একটি ট্রাক ও কয়েকটি মাহেন্দ্র ভাঙচুর করা হয়। এ গোলযোগ ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী হাটগোপালপুর বাজারে। রাত ৯টা পর্যন্ত উভয় পক্ষ পাল্টাপাল্টি প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এ সময় কমপক্ষে ৩টি দোকান ভাঙচুর ও লুটপাট এবং ৭/৮টি বাস, ট্রাক ও মাহেন্দ্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। তাদেরকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এরই প্রতিবাদে হাটগোপালপুর বাজার দোকান মালিক সমিতি গতকাল রোববার সকাল ৮টা থেকে হরতালের ডাক দিয়ে দোকান পাট বন্ধ রাখে। তারা এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান বিকাশ বিশ্বাস ও তার লোকজনকে দায়ী করে বক্তব্য রাখেন। তবে ইউপি চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করেন।