জীবননগরে নির্বাচনী আচরণ বিধি লংঘনের পাল্টাপাল্টি অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে এক মেয়র প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ এনেছেন অপর এক মেয়র প্রার্থী। একই দলের বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে তিনি এ অভিযোগ আনেন। অপর দিকে নাসির উদ্দিনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছেন জাহাঙ্গীর আলমও। গতকাল রোববার পাল্টাপাল্টি এ অভিযোগ এনেছেন আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাসির উদ্দিন ও বিদ্রোহী প্রার্থী জাহাঙ্গীর আলম।

নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন অভিযোগ এনে বলেন, পৌরসভার ১নং সুবলপুরে গ্রামে জাহাঙ্গীর আলমের পক্ষ হতে তার কর্মী বাহিনীকে হুমকি-ধামকি দেয়া হয়েছে। নির্বাচনী মাঠে আমার পক্ষে কাজ করা হলে তাদেরকে হাত-পা ভেঙে দেয়ার হুমকি দেয়ায় তার কর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। বিষয়টি তিনি রির্টানিং অফিসার ও থানায় জানাবেন বলে জানিয়েছেন। অপর দিকে জাহাঙ্গীর আলম অভিযোগ এনে বলেন মেয়র প্রার্থী নাসির উদ্দিন নারায়ণপুর গ্রামে নিজে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমার বিরুদ্ধে নির্বাচনী আচারণ বিধি লংঘনের যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।