চুয়াডাঙ্গা মুক্ত দিবস আজ

চুয়াডাঙ্গা মুক্ত দিবস আজ
স্টাফ রিপোর্টার: আজ ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গা মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে চুয়াডাঙ্গা শত্রুমুক্ত হয়। মুক্তিযোদ্ধারা জানান, ৬ ডিসেম্বর পাকবাহিনী মেহেরপুর থেকে ২৮ কিলোমিটার পথ পায়ে হেঁটে চুয়াডাঙ্গার দিকে আসে। ওইদিন সন্ধ্যায় চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদীর ব্রিজটি পাকবাহিনী বোমা বিস্ফোরণ করে উড়িয়ে দেয়, যাতে মুক্তিবাহিনী তাদের অনুসরণ করতে না পারে। ৭ ডিসেম্বর সন্ধ্যার মধ্যে পাকবাহিনী চুয়াডাঙ্গা শহর ও আলমডাঙ্গা ছেড়ে কুষ্টিয়ার দিকে চলে গেলে চুয়াডাঙ্গা সম্পূর্ণ শত্রুমুক্ত হয়।
চুয়াডাঙ্গা শত্রুমুক্ত হওয়ার পর মোস্তফা আনোয়ারকে মহকুমা প্রশাসকের দায়িত্ব দিয়ে এখানে বেসামরিক প্রশাসন চালু করা হয়। চুয়াডাঙ্গা মুক্ত দিবস পালন উপলক্ষে ৭ ডিসেম্বর চুয়াডাঙ্গায় দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার আবু হোসেন জানান, মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সকালে শহীদ হাসান চত্বরের শহীদ স্মৃতি ফলকে পুস্পস্তবক অর্পণ শেষে মুক্ত মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা সদর উপজেলা কমান্ড আয়োজিত চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠের বিজয় মেলার উদ্বোধন হবে সকাল ১০টায়। শহীদ হাসান চত্বর থেকে বিজয় ৱ্যালিসহকারে এ মেলার উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সায়মা ইউনুস। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন ও সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুনউজ্জামান।