গাংনী প্রতিনিধি: আত্মশক্তিতে বলিয়ান ব্যাক্তিরা কখনো দরিদ্র হতে পারেনা’ এ স্লোগানকে সামনে মেহেরপুর গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়ন পরিষদে চার দিনব্যাপী উজ্জীপক প্রশিক্ষণ কর্মশালা গতকাল রোববার দুপুরে সম্পন্ন হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় কাজীপুর ইউপি এ প্রশিক্ষণের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাজিপুর ইউপি চেয়ারম্যান মুহা. আলম হুসাইন। বিশেষ অতিথি ছিলেন ইউপি সচীব আব্দুর রহমান ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীন। প্রশিক্ষক ছিলেন মহিবুর রহমান মিন্টু, আসাদুল ইসলাম ও ইকবাল হোসেন। প্রশিক্ষণে কাজিপুর ইউপি এলাকার ৫০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন।