স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রার্থিতা বাছাইয়ের প্রথম দিনে রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক আনজুমান আরা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্মসম্পাদক মজিবুল হক মালিক মজুর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। অপর ৪ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এছাড়াও ৩ কাউন্সিলরের তথ্য ভুল রয়েছে। আজ তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।
রিটার্নিং অফিসার আনজুমান আরা জানান, স্বতন্ত্র প্রার্থীর জন্য পৌর এলাকার ১শ ভোটারের সমর্থনসহ যেসব কাগজ জমা দেয়া হয়েছে সেখানে ভুল তথ্য ও ত্রুটি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়। ফলে তথ্যের সঠিকতা না পাওয়ায় স্থানীয় সরকার পৌরসভা (নির্বাচন বিধিমালা ২০১৫ এর বিধি ১২ (ক) ধারা অনুযায়ী ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার সাধারণ ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন করা হবে বলেও তিনি জানান।
গত ৪ ডিসেম্বর শুক্রবার মনোনয়নপত্র দাখিল সংক্রান্ত প্রকাশিত সংবাদে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৪,৫,৬ নং ওয়ার্ডে সুফিয়া খাতুনের স্থলে ভুলক্রমে সাদিয়া খাতুন লেখা হয়েছে। সাদিয়া খাতুনের স্থলে সুফিয়া খাতুন পড়েত হবে। এছাড়াও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মাসুদ রানা ও ২ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী সানোয়ার হোসেনের নাম অজ্ঞাতবশে বাদ পড়ে। মাসুদ রানা ৩নং ওয়ার্ডের ও সনোয়ার হোসেন ২নং ওয়ার্ডের অন্যতম কাউন্সিলর প্রার্থী। এরাও অন্যদের মতো মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে ৭,৮,৯নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাজেদা মল্লিকের নামের স্থলে সাজেদা খাতুন পড়তে হবে।