চুয়াডাঙ্গার অতি পরিচিত শিশু স্বর্গের আরেকটি শাখা প্রতিষ্ঠান চাইনিজ অ্যান্ড বিরিয়ানি হাউজ শিশু স্বর্গ ক্যাফে উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন।
শিশু স্বর্গ ক্যাফের পরিচালক আহসানুল হক জোয়ার্দ্দার সোহাগ জানান, এখানে বিবাহ বার্ষিকী, বৌভাত, সুন্নাতে খাৎনা, জন্মদিন, হালখাতা, বিভিন্ন কোম্পানির সেমিনার, মিটিং, কনফারেন্সসহ সকল প্রকার সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য স্বাস্থ্য সম্মত খাবারের চাহিদা অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে সরবরাহ করা হবে। চুয়াডাঙ্গা ফেরিঘাট রোডস্থ শিশু স্বর্গ ক্যাফে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং আওয়ামী লীগের সভাপতি রফিকুল হাসান বিট্টু, জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক সালাউদ্দিন মালিক চান্নু, জেলা শিল্প ও বণিক সমিতির কোষাধ্যক্ষ নীল রতন সাহা এবং শোভা নার্সারি, শিশু স্বর্গ পার্ক ও বিপণী সমাহারের প্রতিষ্ঠাতা হেলাল হোসেন জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী হান্নান মুন্সী, মহিউদ্দিন মোহাম্মদ সেলিম, দিপঙ্কর বাবু, নিরাপদ সাধুখা, চান্দা মিয়া, ইসলাম মিয়া, খালেক মিয়া, অ্যাড. মোশাররফ হোসেন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠানটির পরিচালক আহসানুল হক জোয়ার্দ্দার সোহাগ ও আলাউল হক জোয়ার্দ্দার শিশির ও তাদের ভগ্নিপতি বাদল উপস্থিত আমন্ত্রিত অতিথিদের মিষ্টিমুখ করান। তারা জেলার সব শ্রেণি-পেশার মানুষকে তাদের প্রতিষ্ঠানে আমন্ত্রণ জানান।