ইয়েমেনের বন্দরনগরী এডেনে আজ গ্রেনেড হামলায় গভর্নর মেজর জেনারেল মোহাম্মদ সাদ তার ৬ জন দেহরক্ষীসহ নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। খবর আলজাজিরার।গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এডেনের তাওয়াহি জেলায় গভর্নর মেজর জেনারেল জাফর মোহাম্মদ সাদের গাড়িকে লক্ষ্য করে অজ্ঞাত হামলাকারীরা রকেট-তাড়িত গ্রেনেড ছুড়ে মারে। হুতি বিদ্রোহীদের হাতে ক্ষমতাচ্যুত ও নির্বাসিত প্রেসিডেন্ট হাদির সমর্থিত কর্মকর্তারা প্রশাসন পরিচালনা করে আসছেন।