আজ বিপ্লবী ছাত্রমৈত্রীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

স্টাফ রিপোর্টার: আজ ৬ ডিসেম্বর বিপ্লবী ছাত্রমৈত্রীর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রমৈত্রী যশোর জেলা কমিটি সকাল ১০টায় জেলা কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, ১০টা ২০ মিনিটে আইয়ুব বেদিতে পুষ্পার্ঘ অর্পণ এবং সকাল ১১টায় দলীয় কার্যালয়ে আলোচনাসভার আয়োজন করেছে। কর্মসূচি সফল করার জন্য জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান বিশ্বাস, বিপ্লবী ছাত্রমৈত্রীর সকল নেতাকর্মীকে আহ্বান জানিয়েছেন।