আগামী ২৭ ডিসেম্বর সলমন খানের জন্মদিন। আর সে দিনই প্রকাশ হবে তাঁর জীবনী ‘বিইং সলমন’। জানা গিয়েছে, সলমনের ব্যক্তিগত জীবন ও তাঁর বংশ পরিচয়ের কথা রয়েছে ওই বইতে। বইটি লিখেছেন দিল্লির সাংবাদিক জসিম খান। প্রকাশক সংস্থার দাবি, এটিই সলমনের প্রথম বায়োগ্রাফি। তাঁর জীবনের বহু না জানা তথ্য রয়েছে এই বইতে। ১৯৮৮ সালে কেরিয়ার শুরু করেন সল্লু মিঞা। এর পর একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সলমনের ব্যক্তিগত জীবনের ট্র্যাজে়ডির কথাও রয়েছে এই বইতে। গাড়ি চাপা দিয়ে হত্যা মামলা বা কৃষ্ণসার হরিণ শিকারের ঘটনায় প্রকাশ্যে কাটাছেঁড়া হয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। সে কথাও লিখেছেন জসিম। সব মিলিয়ে এই বইতে পাঠকরা এক অজানা সলমন খানের পরিচয় পাবেন বলেই মনে করেন লেখক এবং প্রকাশক।