দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার লোকনাথপুরে বখতিয়ার হোসেন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল শুক্রবার বিকেলে লোকনাথপুর ফুটবলমাঠে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ও চন্ডিপুর ফুটবল একাদশের মধ্যে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ২য় খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে চন্ডিপুর ফুটবল একাদশকে পরাজিত করে। খেলা রেফারি ছিলেন সবুজ, আলো ও তমছের আলী। দামুড়হুদা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, সাবেক ইউপি সদস্য একরামুল মেম্বার, টুর্নামেন্ট পরিচালনা কমিটির খোকন, জাহিদ প্রমূখ খেলাটি উপভোগ করেন।
এ দিকে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়লাভ করায় ম্যানেজার শহিদ আজম সদুসহ সকল খেলোয়াড়কে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এমরাজ উদ্দিন খোকন।