কামরুজ্জামান বেল্টু: গাছ দিয়ে নৌকা? অবিশ্বাস্য হলেও সত্যি। দীর্ঘদিন ধরে গাছের ডালপালাগুলো ঘুরিয়ে ঘুরিয়ে, প্রয়োজন মতো কেটেছেটে- গড়ে তোলা হয়েছে নৌকা। গাছনৌকাটি বর্তমানে শোভা পাচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পুননির্বাচিত সভাপতি হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলামান হক জোয়ার্দ্দার ছেলুনের বাড়ির গেটে। পাশেই দলীয় কার্যালয়। গতকাল বিকেলে এ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হতে গেলে সাংবাদিকদের দৃষ্টি কাড়ে ওই নৌকা।
কে দিলো? তা জানতে কাউকে প্রশ্ন করতে হবে না। কারণ, নৌকাগাছের টবেই লেখা আছে, রুন্নু, ইউপি চেয়ারম্যান, খাসকররা। সিনিয়র সহসভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ, আলমডাঙ্গা। সাংবাদিকদের দৃষ্টি পড়তেই ঝলসে উঠে ক্যামেরার ফ্লাস। প্রশ্ন করতেই জানা যায়, হুইপ ছেলুন জোয়ার্দ্দার জেলা আওয়ামী লীগের সভাপতি পুননির্বাচিত হওয়ায় রুন্নু চেয়ারম্যান শুভেচ্ছা হিসেবে দিয়েছেন ওই নৌকাকৃতির গাছ। এ গাছের টবেই গাছের নাম লেখা- মালফুজিয়া। গাছটির উচ্চতা টেনে টুনে আড়াই ফুট। বেশ চমৎকার। আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা।
নৌকা গাছটি কার নার্সারিতে ছিলো? প্রশ্ন তুলতেই চেয়ারম্যান রুন্নু বলেন, তা তো বলা যাবে না। যদি কারো লাগে তবে এনে দেয়া যাবে। অবশ্য পরে তিনি বলেন নিজেই গাছটি ওইভাবে গড়েছি।