স্টাফ রিপোর্টার: কপিভর্তি ট্রাকের ওপর চেপে দোস্তবাজারে যাওয়ার পথে গাছের ডালের আঘাতে গুরুতর আহত হয়েছেন ক্ষুদ্রব্যবসায়ী মুকুল হোসেন (৪০)। দামুড়হুদার ডুগডুগি থেকে দোস্তবাজারের উদ্দেশে রওনা হয়ে জয়রামপুর কবরস্থানের নিকট গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মুকুল দোস্ত বসতিপাড়ার ফজলু হকের ছেলে। আহত মুকুলকে প্রথমে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে গতরাতে রাজশাহীর উদ্দেশে নেয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মুকুল সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন।