আবারো অশ্লীলতার অভিযোগ উঠেছে সানি লিওনের বিরুদ্ধে। ‘বেবি ডল’ খ্যাত গায়িকা কনিকা কাপুর ও মিকা সিংয়ের নতুন গান ‘সুপার গার্ল ফ্রম চায়না’তে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ আনা হয়েছে। এই গানে অভিনয়ের জন্য অনেকে তাকে যৌন আবেদনময়ী, কুরুচিকর, আপত্তিকর এবং হাস্যকর অভিনেত্রী হিসেবে দেখছেন। টি-সিরিজের মিউজিক ভিডিও সুপার গার্ল ফ্রম চায়না গানে সানিকে দেখা যাচ্ছে ম্যানিকুইন হিসেবে। গানের প্রথমেই মহিলাদের ভাইটাল স্ট্যাটিসটিকসের বিবরণ, ম্যাজিকাল ম্যানিকুইনের হঠাৎ যৌন আবেদনময়ী হয়ে ওঠা, পুরোটাই মহিলাদের জন্য অসন্মানের শুধু নয়, তার থেকেও বেশি কিছু। এমনকি ভারতীয় সেন্সর বোর্ড কিভাবে এই ভিডিও মুক্তি দিল তা নিয়েও উঠেছে বিতর্ক।
উল্লেখ্য, গত ২ ডিসেম্বর ইউটিউবে মুক্তি পায় ‘সুপার গার্ল ফ্রম চায়না’ গানটি। ইউটিউবে এরইমধ্যে গানটি দেখা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৫৩২ বার। পড়েছে তিন হাজারেরও বেশি লাইক।