স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের হাসানহাটির সুমনের (২৮) পেটে ধারালো চাকু মারা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে একই গ্রামের শ্বশুরবাড়ির নিকট খালাতো শ্যালক জানারুল চাকু মারে বলে অভিযোগ।
সুমনকে রক্তাক্ত অবস্থায় প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতরাতেই তাকে নেয়া হয় রাজশাহীর উদ্দেশে।
সুমন চুয়াডাঙ্গা জেলা সদরের কুতুবপুর ইউনিয়নের হাসানহাটির মৃত আজগার আলীর ছেলে। সে একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে পারুলার সাথে বিয়ে করে। শ্বশুরবাড়িতেই থাকতো। গতকাল সন্ধ্যায় সে তার স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতে চাইলে খালাতো শ্যালক জানারুল তাকে চাকু মারে।