মেহেরপুর অফিস: মেহেরপুরে বিএনপি-জামায়াতের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। গত বুধবার দিনগত রাতে জেলার তিন থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।
মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, নাশকতা প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে গতরাতে জেলার তিন থানা ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পৃথক অভিযান চালায়। এ সময় সদর থানা পুলিশ ৪ জন, মুজিবনগর থানা পুলিশ ৯ জন, গাংনী থানা পুলিশ ৩ জন ও ডিবি পুলিশ ২ জনকে আটক করে। এদের মধ্যে বিএনপির ১৩, জামায়াতের ৪ ও ১ শিবির কর্মী রয়েছে। আটকদের কয়েকজন আগের নাশকতার মামলার আসামি এবং বাকিরা সন্দেহভাজন। ১৮ জনকেই বিভিন্ন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।