স্টাফ রিপোর্টার: মিরপুর পৌরসভার ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে মেয়র পদে ৭ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করেন।
মেয়র প্রার্থীরা হলেন পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, বিএনপির প্রার্থী উপজেলা সাবেক সভাপতি আব্দুল আজিজ খান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাহার আলী, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল হক খান ফারুক চৌধুরী ও তার স্ত্রী নাসরিন ফেরদৌস, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আবুল হাশেম ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেন।