আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া বাজারে সাংবাদিক নারায়ণ ভৌমিকের দোকানে চুরি সংঘটিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিনেদুপুরে ভদ্রবেশী দু যুবক দোকানে থাকা নাবালক ছেলেকে পানি খাওয়ানোর কথাবলে অভিনব কায়দায় ক্যাশড্রয়ার ভেঙে নগদ ১০ হাজার ৮শ টাকা নিয়ে পালিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা পৌনে ৩টার দিকে কালো রঙের পালসার মোটরসাইকেলযোগে দোকানের সামনে এসে দাড়ায় দু যুবক। তারা দুজনে ব্লাক সিগারেট ধরায়। মোটরসাইকেল চালকের মাথায় ছিলো কালো হেলমেট, গায়ে কালো জ্যাকেট, জিন্স প্যাণ্ট ও পায়ে কালো জুতা। সাথে থাকা যুবকের গায়ে ঘিয়ে রঙের গোলগলা গেঞ্জি, পরনে জিন্স প্যাণ্ট। তাদের বয়স আনুমানিক ৩০/৩৫ বছর। পোষাকে ও চেহারায় ভদ্রবেশভুষা। এ সময় সাংবাদিক নারায়ন ভৌমিক বাসায় খেতে গিয়েছিলেন। দোকানে ছিলো তার ছেলে অন্তর ভৌমিক (১২)। তারা অন্তরকে পানি খাওয়ানোর কথা বলে। ছেলেটি সরল বিশ্বাসে পাশের কল থেকে পানি নিয়ে আসতে গেলে ওই দু’চোর ক্যাশ ড্রায়ারের তালা ভেঙ্গে নগদ ১০হাজার ৮ শ টাকা নিয়ে চম্পট দেয়।