চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক অভিনন্দিত

?????????????

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাভাপতি পদে পুনর্নির্বাচিত হয়ে জাতীয় সংসদের হু্ইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গতকাল ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি তার আটক শহীদ সহযোদ্ধার কবর তথা নাটুদহের আট কবর জিয়ারতের মধ্যদিয়ে নতুন করে সাংগঠনিক কর্মকাণ্ড শুরু করেছেন। অবশ্য গতকাল ভোর হতে না হতেই তাকে অভিনন্দন জানাতে দূর-দূরান্ত থেকে দলীয় নেতাকর্মীদের অনেকেই হাজির হন আরামপাড়াস্থ বাসভবনে। তিনিও দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সাথে ছিলেন পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। তিনিও সভাপতির সাথে অভিনন্দিত হন সারাদিন।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গার আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে পুনর্নির্বাচিত সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অপরদিকে বাংলাদেশ ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের অপর জেলা শাখার নেতৃবৃন্দ হুইপকে ফুলের তোড়া দিয়ে অভিন্দিত করেন বলে জানানো হয়েছে। এদিকে অগ্রণী ব্যাংক কর্মচারী সংসদের নেতৃবৃন্দ গতকাল সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাত করেন। অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা অঞ্চলের সভাপতি আজিম উদ্দীন, সিনিয়র সহসভাপতি ফিরোজ খন্দকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছেন, নবর্নির্বাচিত জেলা আওয়ামী লীগ সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন ও সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গতকাল সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন হুইপের বাসভবনে তার হাতে ফুলের তোড়া তুলে দেন আলমডাঙ্গার নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেয়র পদে দলীয় প্রার্থী হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মন্টু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মোহিদুল ইসলাম মুহিত, সাংস্কৃতিক সম্পাদক নেতা ইন্দ্রজিত শর্মা প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো আরো জানিয়েছে, জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ গতকাল আলমডাঙ্গায় দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। গতকাল বেলা ১১টার দিকে তিনি দলীয় অফিসে যান। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, অ্যাড আব্দুর রশিদ মোল্লা, সাবেক জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক জেলা ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাবেক জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিরুল ইসলাম মন্টু চেয়ারম্যান, লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সম্পাদক সিরাজুল ইসলাম, হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান দেলোয়ার, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, শ্রম সম্পাদক আহসান মৃধা, বন ও পরিবেশ সম্পাদক সাজেদুল হক মুনি, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিদ, সাংস্কৃতিক সম্পাদক ইন্দ্রজিৎ শর্মা, উপপ্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসানউল্লাহ, পৌর যুবলীগের সভাপতি আব্দুল গাফফার, যুগ্মসম্পাদক রাজাবুল ইসলাম মনা, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক তমাল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক সেলিম রেজা তপন, কাফি, বাদশা প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, ফুলেল নৌকা দিয়ে নব নির্বাচিত জেলা কমিটির সভাপতি হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানালেন আলমডাঙ্গার হারদী ইউনিয়ন যুবলীগ। সে সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মুক্তার হোসেন মুকাম, সাধারণ সম্পাদক আশরাফুল হক, সহসভাপতি গোরাচাঁদ, ইউপি সদস্য জিল্লুর রহমান, যুবলীগ নেতা সাহাঙ্গীর, চায়েন, আব্দুল হালিম, মিনা, আবুল কালাম, কাউসার আলী, শরিফুল ইসলাম, রফিকুল ইসলাম, তপন কুমার, শরিফুল ইসলাম প্রমুখ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা বাসস্ট্যান্ডে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান লিটু বিশ্বাস। দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা দীন মোহাম্মদ, উপজেলা যুবলীগ নেতা সেলিম উদ্দিন বগা, মিরাজুল ইসলাম মিরাজ, নিশান তরফদার প্রমুখ। তিনি এর আগে সকাল সাড়ে ৯টার দিকে নাটুদাহের আট শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন এবং ওই এলাকার দলীয় নেতাকর্মীদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন।