স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার শ্রীকোল বোয়ালিয়া-মাখালডাঙ্গা পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আরশাদ উদ্দীন জোয়ার্দ্দার চন্দন। অনুষ্ঠানে বিশেষ ছিলেন সদর উপজেলার উপসহকারী প্রকৌশলী রোকুনুজ্জামান, ওয়ার্ক অ্যাসিস্টেন্ট সেলিম ও ঠিকাদার প্রেমা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী বাদশা মিয়া। উপস্থিত ছিলেন বিআরডিবির সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বেলু চৌধুরী, আজিজুর রহমান, মতিয়ার রহমান প্রমুখ। নির্মিতব্য এ সড়কের নামকরণ করা হয় সদর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডুর নামে।