দর্শনা অফিস: বিএনপির দলীয় মনোনীত প্রার্থী মেয়র মহিদুল ইসলামের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে দর্শনা পৌর ও কলেজ ছাত্রদল বিক্ষোভ ও প্রতিবাদসভা করেছে।
চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নির্বাহী কমিটির সদস্য নাসির উদ্দীন হাসু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল বুধবার দর্শনা অঙ্কুর স্কুলের সামনে বিক্ষোভ ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, মহিদুল ইসলাম মেয়র হওয়ার পর থেকে বিএনপির কোনো কর্মসূচিতে যোগদান করেননি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের কোনো খোঁজ-খবর নেননি। তাই অবিলম্বে তার দলীয় মনোনয়ন প্রত্যাহার করে দর্শনা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাহারুল ইসলামকে মনোনীত করা হোক। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা জাহান আলী, নাসির উদ্দীন হাসু, হাসানুজ্জামান, রাশেদ আহম্মেদ, সজিব, আরাফাত, লিংকন, জাকির, শিমুল, সাঈদ, সাইফুল, মামুন, শাহীন, বিদ্যুত প্রমুখ।