স্টাফ রিপোর্টার: পানিতে ডুবে শিশু মৃত্যুহার রোধে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা। সংস্থাটির বাৎসরিক নৈশভোজ থেকে বাংলাদেশের জন্য ২ লাখ ২৩ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছে। গত রোববার ওল্ড ট্রাফোর্ডে দাতব্য নৈশভোজ থেকে সংগৃহীত ২ লাখ ২৩ হাজার পাউন্ডের পুরোটাই ব্যয় করা হবে বাংলাদেশে পানিতে ডুবে শিশু মৃত্যুহার রোধ এবং তরুণ প্রজন্মের মধ্যে নিরাপদ সাঁতার সচেতনতা সৃষ্টির কাজে। নৈশভোজে ম্যানচেস্টার ইউনাইটেডের পুরো দলটিই উপস্থিত ছিলো। কোচ লুইস ফন গালের সাথে ছিলেন সহকারী কোচ রায়ান গিগসসহ স্যার ববি চার্লটনের মতো কিংবদন্তিতুল্য ব্যক্তিত্বও। ফুটবলাররা সস্ত্রীক এ নৈশভোজে অংশ নেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ম্যানচেস্টার ইউনাইটেড-ভক্ত এবং বিখ্যাত ব্রিটিশ টেলিভিশন ব্যক্তিত্ব অ্যানজাস ডিয়েইটোন। সঙ্গীত পরিবেশন করে ব্রিটিশ ব্যান্ড দ্য সাউথ। পাশাপাশি বাংলাদেশের শিশুদের জন্য তহবিল সংগ্রহ অনুষ্ঠানে অর্থ দান করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলাররাসহ আমন্ত্রিতরা। অনুষ্ঠানে বাংলাদেশের শিশুদের নিরাপদ ও সুন্দর জীবন কামনা করা হয়।