স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম আজ চুয়াডাঙ্গা আসছেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামেরও চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা। অবশ্য সরকারিভাবে জনপ্রশাসন মন্ত্রীর কর্মসূচি পাওয়া যায়নি।
আজ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। টাউন ফুটবল মাঠে নির্মিত বিশাল মঞ্চযুক্ত প্যান্ডেলে দিনব্যাপী এ সম্মেলনের দুটি অধিবেশন বসবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সম্মেলনের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এসএম কামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি। সম্মেলনে সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হু্ইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সফর সূচিতে বলা হয়েছে, আজ ২ ডিসেম্বর সকাল সাড়ে ৯টায় যশোর বিমানবন্দরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। ১০টা ১০ মিনিটে যশোরে অবতরণ। সেখান থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে সড়কপথে রওনা হবেন তিনি। বেলা সাড়ে ১১টায় পৌঁছুবেন চুয়াডাঙ্গা সার্কিট হাউজে। ১২টায় যোগ দেবেন রাজনৈতিক কর্মসূচিতে। দেড়টায় মধ্যাহ্ন ভোজ ও বিশ্রাম। ৩টায় বিভিন্ন স্বাস্থ্য স্থাপনা পরিদর্শন, বিকেল ৪টায় সিরাজগঞ্জ জেলার উদ্দেশে চুয়াডাঙ্গা ত্যাগ।