গাংনী প্রতিনিধি: সমর্থকদের উদ্বেগ-উৎকন্ঠা আর অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের টিকেট পেলেন গাংনী পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র আহম্মেদ আলী। অপরদিকে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পেয়েছেন জেলা যুবদলের ১নং যুগ্মআহ্বায়ক পৌর কাউন্সিলর ইনসারুল হক ইন্সু।
গতরাত ১০টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীকের প্রত্যয়নপত্র পান আহম্মেদ আলী। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) বিএম মোজাম্মেল হকের হাত থেকে প্রত্যয়নপত্র গ্রহণ করেছেন বলে জানান আহম্মেদ আলী। সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল ও জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুজ্জামান শিপুরসহ নেতৃবৃন্দ।
এদিকে গতরাতে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে দলীয় প্রতীক ধানের শীষের প্রত্যয়নপত্র গ্রহণ করেন ইনসারুল হক ইন্সু। দলের যুগ্মমহাসচিব মো. শাহজান তার হাতে প্রত্যয়নপত্র তুলে দেন। এসময় জেলা বিএনপির সহসভাপতি জাভেদ মাসুদ মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান গাড্ডু, গাংনী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু মাস্টার, ছাত্রদল নেতা মালেক হোসেন চপলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।