সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সরোজগঞ্জ হাসপাতাল সড়কে ঝুলে থাকা বিদ্যুতের তারে বেধে বিচালি বোঝাই পাউয়ারটিলারে অগ্নিকাণ্ড ঘটেছে।
জানা গেছে গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গার খাসকররা থেকে বিচালি বোঝাই একটি পাওয়ারটিলারে সরোজগঞ্জ হাসপাতাল সড়কের সাথি বুক হাউজের সামনে ঝুলে থাকা বিদ্যুতের তারে বেধে আগুন ধরে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে পাউয়ারটিলারে থাকা বিচালি পুড়ে যায়। এতে পাউয়ারটিলারের কিছু অংশ পুড়ে যায়।
উল্লেখ্য, গত চলতি বছরের ২১ মার্চ একই স্থান থেকে পাটের ট্রাকে আগুন লেগে বেশ ক্ষতি হয়েছিলো। তাছাড়া গত ১৮ মার্চ সন্ধ্যায় তার ছিড়ে পড়ে যায়। এর আগে বেশ কয়েকবার দৈনিক মাথাভাঙ্গায় বৈদ্যুতিক তার ঝুঁকিপূর্ণ অবস্থায় শিরোনামে সংবাদ প্রকাশিত হলেও কর্তৃপক্ষ নজর না দেয়ায় মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসির জিজ্ঞাসা আর কতো ক্ষতি হলে বিদ্যুত বিভাগ নজর দেবে।