পাটের বস্তা ব্যবহার না করায় ব্যবস্থা নিচ্ছে প্রশাসন : চুয়াডাঙ্গা, দামুড়হুদা ও সরোজগঞ্জে জনের জরিমানা

????????????????

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পাটের বস্তা ব্যবহার না করায় ৮ জনকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল সোমবার চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ও দামুড়হুদা এলাকায় এ আদালত পরিচালনা করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে দামুড়হুদা বাজারের বিশ্বাস ট্রেডার্সের মালিক মো. রফিকুল ইসলামকে এক হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন পাট উন্নয়ন কর্মকর্তা সুদীপ কুমার দে।
অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা সরোজগঞ্জ বাজারের ছয় ব্যবসায়ী ও এক পথচারীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। ব্যবসায়ীরা জরিমানার টাকা তাৎক্ষণিক পরিশোধ করেন।
অর্থদণ্ডে দণ্ডিতরা হলেন, রাজ্জাক রাইচ মিলকে ৪ হাজার টাকা, শুকুমার অধিকারীকে ৩ হাজার টাকা, মাসুদ রেজাকে ২ হাজার টাকা, আব্দুল আজিমকে ২ হাজার টাকা, পিন্টু ও সবুজ আহমেদকে এক হাজার ৫০০ টাকা করে এবং চুয়াডাঙ্গা কলেজ রোডে সাইকেলে মালবহনকারী মো. শাহিনকে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় চুয়াডাঙ্গার মূখ্য পাট পরিদর্শক সৈয়দ মো. আলাউদ্দিন ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।
প্রসঙ্গত, গতকাল সোমবার থেকে দেশব্যাপী ধান, চাল, গম ও ভুট্টা, সার ও চিনি এই ছয়টি পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডে দণ্ডিত করার বিধান চালু হয়েছে। পাট অধিদফতরের কর্মকর্তারা দেশের সম্ভাবনাময় পাট শিল্পকে বাঁচাতে এই বিধান মেনে চলার আহ্বান করেছেন। আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলাব্যাপী সাঁড়াশি অভিযান চলবে বলে জানান জেলা পাট অধিদফতরের মুখ্য পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন।

Leave a comment