দেশের টুকিটাকি : নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন

নাইকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন
স্টাফ রিপোর্টার: নাইকো দুর্নীতির অভিযোগে করা মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। গতকাল সোমবার দুপুরে ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক এম আমিনুল ইসলাম খালেদা জিয়ার জামিন আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। একই সাথে এই মামলার শুনানির পরবর্তী তারিখ ২৮ ডিসেম্বর নির্ধারণ করেন আদালত। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন, মাহবুব উদ্দিন খোকন ও নিতাই রায় চৌধুরী। দুদকের পক্ষে শুনানি করেন মোশাররফ হোসেন কাজল ও মীর আব্দুস সালাম। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় দুদকের করা এ মামলা বর্তমানে ঢাকার বিশেষ জজ আমিনুল ইসলামের আদালতে অভিযোগ গঠন পর্যায়ে রয়েছে।

পলিটিক্স খেলছে খবর হয়ে যাবে : আনিসুল
স্টাফ রিপোর্টার: তেজগাঁও ট্রাকস্ট্যান্ড উচ্ছেদে হামলাকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, দখলদাররা তার সাথে ‘পলিটিক্স খেলছে।’ কিন্তু তাদের খবর হয়ে যাবে। গতকাল সোমবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএনসিসি মেয়র এ সব কথা বলেন। তিনি বলেন, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডকে ঘিরে প্রভাবশালী চক্র গড়ে উঠেছে। তারা সেখানে অবৈধ স্থাপনা করেছে, দোকান তুলেছে এবং মাদক ব্যবসা করছে। রোববারের অভিযানে হামলার কথা উল্লেখ করে আনিসুল বলেন, এখন তাদের টাকা তোলা বন্ধ হয়ে যাচ্ছে বলেই তারা উচ্ছেদ অভিযানে ঢিল মেরেছে। যারা হামলা করেছে তাদের খবর হয়ে যাবে।

সুন্দরবনে বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত
স্টাফ রিপোর্টার: সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের উরুবুনিয়া খাল এলাকায় র্যা ব-৮ এর সাথে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে সুন্দরবনের গহীন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন মনির বাহিনীর প্রধান বনদস্যু মো. মনির খলিফা (৩৫) ও তার সহযোগী নুর মোহাম্মদ ভোলা (৪০)। এ সময় র্যাীব সদস্যরা দেশি-বিদেশি ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৩শ’ রাউন্ড গুলি উদ্ধার করে। র্যা ব-৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদ জানান, সোমবার সকালে মনির খলিফা তার সহযোগীদের নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে র্যানব সদস্যরা সেখানে অভিযান চালায়। বনদস্যুরা র্যালবের উপস্থিতি বুঝতে পেয়ে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। এ সময় র্যানবও পাল্টা গুলি ছোঁড়ে। এক পর্যায়ে দস্যুরা পিছু হটে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। পরে র্যা ব সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে বনদস্যুদের ব্যবহৃত দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে।

ডিআরইউ’র সভাপতি জামাল ও সাধারণ সম্পাদক রাজু
স্টাফ রিপোর্টার: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে গাজী টিভি’র প্রধান প্রতিবেদক রাজু আহমেদ নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এরআগে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সভাপতি পদে জামাল উদ্দিন ৬৩৯ ভোটে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও বর্তমান সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা পেয়েছেন ৩৬৬ ভোট। সাধারণ সম্পাদক পদে গাজী টিভির প্রধান প্রতিবেদক রাজু আহমেদ ৪৭৭ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) মুরসালিন নোমানী পেয়েছেন ৪৭৬ ভোট।

Leave a comment