ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবিতে সভাপতি ও সাধারণ সম্পাদককে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতাকর্মীরা দলীয় টেন্টে সভাপতি ও সাধারণ সম্পাদককে এ আল্টিমেটাম দিয়েছে বলে জানা গেছে।
দলীয়সূত্রে জানা যায়, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৬ সদস্যের কমিটি অনুমোদন দেয় ২০১৪ সালের ৩ ডিসেম্বর। এক বছর মেয়াদী এ কমিটির মেয়াদ পূর্ণ হবে আগামী ৩ ডিসেম্বর। ছয় সদস্যের বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষ। কিন্তু তারা এখনো পূর্নাঙ্গ কমিটি দিতে পারেনি। ১০ জুন পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন তৎকালীন সভাপতি এম বদিউজ্জামান সোহাগ। ছয় মাস অতিক্রম করলেও সেই কমিটি আজও আলোর মুখ দেখেনি।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী দলীয় টেন্টে অবস্থান নেন। এ সময় সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমার দাস টেন্টে উপস্থিত ছিলেন না। ছাত্রলীগ এ গ্রুপের নের্তৃত্বে ছিলেন- জুয়েল রানা হালিম, আনিচুর রহমান, হাফিজুর রহমান হাফিজ, ফসসাল সিদ্দিকী আরাফাত প্রমুখ। প্রায় আধা ঘণ্টা পর ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক টেন্টে আসলে ছাত্রলীগ কর্মীরা তাদের কাছে পূর্ণাঙ্গ কমিটির দাবি জানায়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক কমিটি দিতে অপরাগতা প্রকাশ করলে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা হট্টগোল বাঁধিয়ে দেয়। এক পর্যায়ে তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। পরে দুপুর ১২টার দিকে তারা একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মিছিল করে।
এ বিষয়ে ছাত্রলীগ নেতা জুয়েল রানা হালিম বলেন, গত জুনে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে। কিন্তু সভাপতি ও সাধারণ সম্পাদক গোয়ার্তুমি করে কমিটি ঘোষণা করছে না। আমরা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। এ সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি না দিলে আমরা কঠোর কর্মসূচিতে যাবো। ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম বলেন, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য কেন্দ্রীয় সংসদে পাঠানো হয়েছে। এখন কমিটি আমাদের হাতে নেই।