সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী অধিকৃত একটি শহরে বিমান হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত ও অপর ৪০ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার বিমান থেকে ফেলা বোমায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টসহ বেশ কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠীদের একটি জোট অধিকৃত ইদলিব প্রদেশের আরিহা শহরে এই বিমান হামলা চালানো হয়।