টিপ্পনী

খবর:(প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ-জাপার দলীয় প্রধান, বিএনপির শাহজাহান)
নির্বাচনে উঠুক যতোই
নৌকা-লাঙল দুলে,
ঠাণ্ডা মাথায় হিসাব কোষো
সিল মেরো না ভুলে।

ভোটের ব্যালোট হাতে নিয়ে
হারাও কেন দিশে,
আন্দাজে কেউ ভোট দিয়ো না
মশাল-ধানের শীষে।

ভোটের অনেক মূল্য আছে
নেয় না যেন কিনে,
মার্কা দেখে ভোট দিয়ো না
মানুষ নিয়ো চিনে।

জনসেবা করেন যিনি
ভোটটা ঠিকই পাবেন তিনি।

-আহাদ আলী মোল্লা।
২৯.১১.২০১৫