চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা পরিষদ প্রশাসকসহ ১০ প্রশাসক দেশে ফিরছেন আজ

স্টাফ রিপোর্টার: টানা পক্ষকালের বিশ্বভ্রমণ শেষে আজ সোমবার দেশে ফিরছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু ও মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজানসহ ১০টি জেলার ১০জন জেলা পরিষদের প্রশাসক। স্থানীয় সরকার ব্যবস্থাপনা বিষয়ে বিশেষ জ্ঞান অর্জনের লক্ষ্যে গত ১৫ নভেম্বর দেশত্যাগ করেন ১০টি জেলা পরিষদের ১০জন প্রশাসক।
এক দিনে ৪টি দেশের বহু শহর পরিদর্শনসহ বিশেষ প্রশিক্ষণে অংশ নেন। গতকাল রোববার ফ্রান্স থেকে দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন। আজ সোমবার সকাল ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে। ১৫ নভেম্বর ঢাকা ত্যাগ করে ১০জন জেলা পরিষদ প্রশাসক জার্মানিতে অবতরণ করেন। সেখানে কয়েকটি শহর পরিদর্শন ও প্রশিক্ষণে অংশ নেয়ার পর যান সুইজারল্যান্ড। এরপর ইতালি হয়ে ফ্রান্স। গতকাল ফ্রান্স থেকে দেশের উদ্দেশে উড়াল দিয়েছেন। আজ সোমবার সকাল ৮টায় ইয়ার অ্যামিরাতের উড়োজাহাজ ঢাকায় অবতরনের কথা।
Ad. Miazan Ali

MONJU