ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের উদ্দ্যেগে আগামী ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আ:লীগের সম্মেলনকে সফল করার লক্ষে গতকাল রবিবার বিকালে কার্পাসডাঙ্গা ব্রীজ মোড়ে নব নির্মিত দলীয় কার্যালয়ে ইউনিয়ন আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আলী তরফদারের সভাপত্বিতে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ:লীগের সহ-সভাপতি শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, সাধারণ সম্পাদক নজির আহাম্মেদ,আ:লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস,আব্দুল করিম, ডা: রবিউল হক, মিন্টু বিশ্বাস,আব্দুস সালাম বিশ্বাস সহ যুবলীগ ছাত্র লীগের নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গা জেলা আ-লীগের সম্মেলন সফল করার লক্ষে জামজামি ইউনিয়ন আ-লীগের প্র¯ত্তুতিমূলক সভা ও সমাবেশ অনুষ্ঠিত কেএ মান্নান ঃ চুয়াডাঙ্গা জেলা আ-লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন আ-লীগও অঙ্গ সংগঠনের উদ্যোগে গতকাল শনিবার বিকেল সাড়ে ৩টায় এক প্র¯ত্তুতিমূলক সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । জামজামি তহ হাটের মাল্টিপারপাস সেডে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জামজামি ইউনিয়ন আ-লীগের সভাপতি মোঃ দিদার আলি মালিতা । জামজামি ইউনিয়ন আ-লীগের সাধারণ সম্পাদক মোঃ রাহাব উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জামজামি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম , সাবেক চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদিন বাবলু চৌধূরী , আলীগ নেতা শাহারুজ্জামান শাহানুর , জামজামি ইউনিয়ন যুবলীগ সভাপতি ডাঃ আসাদুজ্জামান ডেভিড , যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ রতন শাহ , মিজানুর রহমান , রিপণ শাহ , মিলন হোসেন, মতিয়ার রহমান , শহিদুল ইসলাম কটা , নূর ইসলাম মেম্বর , ইউনুচ আলি , সিরাজ মন্ডল , খোঃ কামরুল ইসলাম , শরিফ উদ্দিন , তৈয়ব আলি , কামাল হোসেন , ওলাই হোসেন , ইজাল উদ্দিন , মহিরদ্দিন প্রমুখ । বক্তাগণ বলেন চুয়াডাঙ্গার জেলার প্রাণ পুরুষ জাতীয় সংসদের মাননীয় হুইপ চুয়াডাঙ্গা -১ আসনের সম্মানিত সংসদ সদস্য জনতো সোলায়মান হক জোয়াদ্দার সেলুন ভায়েন নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলা আলীগ এগিয়ে যাচ্ছে – যাবে । আগামী ২ ডিসেম্বর চুয়াডাঙ্গা জেলা আলীগের ত্রিবার্ষিক সম্মেলনে জামজামি ইউনিয়ন আলীগ সেলুন ভায়ের আহ্বানে স্বর্থস্ফুর্ত ভাবে অংশ নেবে ।