বালি উত্তোলন বন্ধের দাবি এলাকাবাসীর

স্টাফ রিপের্টার: ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুর বাজার সংলগ্ন কপোতাক্ষ নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালি উত্তোলন করার প্রতিবাদে নদীর পাশে বসবাসকারীরা ঝিনাইদহ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।
আবেদন সূত্রে জানা গেছে, উপজেলার খালিশপুর বাজারের পাশে ৫৮ বিজিবির ব্যাটেলিয়নের সদর দফতর স্থাপনের কাজ চলছে। ওই স্থাপনের জায়গাটির মাঠে মাটি ভরাট করার জন্য পাশে কপোতাক্ষ নদী থেকে ড্রেজার মেশিন লাগিয়ে বালি উত্তোলন করা হচ্ছে। নদী সংলগ্ন গোয়াহুদা গ্রামের বসবাসকারীরা হতাশার মুখে পড়েছেন। তাদের দাবি নদীর সাথে গোয়ালহুদা মৌজার জেএল ১২৭ দাগ নং-৬০১ থেকে ৬৪০ দাগসমূহ জমি নদীগর্ভে ক্ষতিসাধনের আশঙ্কায় রয়েছে। স্যালো চালিত মেশিনের সাহায্যে নদী ড্রেজিং করলে ওই জমিগুলো নদীতে ভেঙে বিলীন হয়ে যাবে। বিষয়টি সরেজমিন তদন্তপূর্বক সু-ব্যবস্থা গ্রহণে গোয়ালহুদা গ্রামবাসীর পক্ষে মোদাচ্ছের হোসেন ঝিনাইদহ জেলা প্রশাসক বরাবর একটি লিখিত আবেদন দাখিল করেছেন। পার্শ্ববর্তী উপজেলা জীবননগরের জাকামোল্লা নামের এক ঠিকাদার অবৈধভাবে বালি মাটি উত্তোলন করাকালীন ফতেপুর ভূমি অফিসের অফিস সহকারী পলাশ কুমার ঘোষ খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে পরের দিন সকালে ঝিনাইদহ এডিসির রেভ্যুনিউ খলিল আহম্মেদ সরজমিনে পরিদর্শন করে ঠিকাদারের বৈধ কোনো কাগজপত্র না থাকায় বালি মাটি উত্তোনের কাজ বন্ধ করে দেয়। বর্তমানে আবারও ড্রেজার মেশিন দ্বারা বালি মাটি উত্তোলন করা হচ্ছে।