দামুড়হুদা উজিরপুরের বীর মুক্তিযোদ্ধা মজিবার রহমানের ইন্তেকাল : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামের মৃত কুসাই মণ্ডলের ছেলে বীর মুক্তিযোদ্ধা মজিবার রহমান (৬০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজেউন)। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন ধরে তিনি স্বাষকষ্টজনিত রোগে ভুগছিলেন। বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইনের একটি চৌকসদল গার্ড অফ অনার প্রদান করেন। দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি) আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন নিহত মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বাদ এশা মরহুমের জানাজা শেষে নিজ গ্রামের কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দামুড়হুদা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল হাসান তনু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক আয়ুব আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক শফিউল কবির ইউসুফ, যুবলীগ নেতা হযরত আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশ নেন।

Leave a comment