দর্শনায় চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সম্মেলন প্রস্তুতিসভায় এমপি আলী আজগার টগর

???????????????????????????????

দর্শনা অফিস: চুয়াডাঙ্গা জেলা আ.লীগের ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হবে আগামী ২ ডিসেম্বর। এ সম্মেলন সফল করার লক্ষ্যে চুয়াডাঙ্গাসহ সবকটি উপজেলায় চলছে জোর প্রস্তুতি। অব্যাহত রয়েছে সভা সমাবেশ। গতকাল শনিবার বেলা ১১টায় দর্শনা পৌর আ.লীগ কার্যালয়ে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রস্তুতি ও আলোচনাসভা। দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলীয় নেতাকর্মীদের কাজ করতে হবে নিরলসভাবে। বাংলাদেশ যখন বিশ্ব দরবারে দারিদ্র্য মোচনের মডেল হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই একটি শ্রেণি অহেতুক অরাজকতা সৃষ্টি করছে। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে দেশনেত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। দেশ যখন উন্নয়নের স্বর্ণ শিখরে ঠিক তখনই অনুষ্ঠিত হতে যাচ্ছে চুয়াডাঙ্গা জেলা সম্মেলন। এ সম্মেলন সফল ও স্বার্থক করতে আমার যা যা করার তা করবো। সেক্ষেত্রে আপনাদের সকলকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে আরও আলোচনা করেন, জেলা আ.লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, আ.লীগ নেতা খলিলুর রহমান, রবিউল ইসলাম, নজির আহম্মেদ, আবুল হোসেন। দামুড়হুদা উপজেলা আ.লীগের যুগ্মসাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলমের উপস্থাপনায় উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা মমতাজ হোসেন, বরকত আলী, রেজাউল করিম, তালেব মাস্টার, মিজানুর রহমান, আলী মুনছুর বাবু, গোলাম ফারুক আরিফ, রফিকুল আলম, ওসমান গণি, ইনু শাহ, মমিন মাস্টার, আ.করিম, হযরত আলী, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, শেখ আসলাম আলী তোতা, আজিজুর রহমান বাবু, ইকবাল হোসেন, সোলাইমান কবির, হবা জোয়ার্দ্দার, ফয়সাল, মামুন শাহ, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, পারভেজ, তপু, লোমান, আলামিন প্রমুখ।

Leave a comment