ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপার রতনপুর গ্রামে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে তোজাম্মেল হক তোজামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয়ের উদ্বোধন করেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। এ সময় শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন, ডা. রেজা সেকেন্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান শামীম হোসেন মোল্লা, বিদ্যালয়ের শিক্ষক রেশমা ও রাজু আহমেদসহ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম আক্রান্ত শিশুসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিশুরা দেশের সম্পদ, তারা অবহেলার পাত্র নয়। এই শিশুদেরকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে হবে, আর এটা সকলের নৈতিক দায়িত্ব।