মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন : জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ

মেহেরপুর অফিস: সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি পদে অ্যাড. মারুফ আহাম্মদ বিজন ও সাধারণ সম্পাদক পদে অ্যাড. নজরুল ইসলামসহ মোট ১১ প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচনের মোট ১৫ প্রার্থীর মধ্যে আওয়ামী আইনজীবী পরিষদ থেকে মাত্র ৪ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচন শেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাড. আব্দুর রাজ্জাক (সিনিয়র) ওই ফলাফল ঘোষণা করেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট ১১৩ ভোটারের মধ্যে ৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে নির্বাচিত অন্যান্যরা হলেন- যুগ্মসম্পাদক পদে অ্যাড. রফিকুল ইসলাম ও অ্যাড. নাজমুন নাহার খানম, কোষাধ্যক্ষ পদে অ্যাড. এএসএম সাইদুর রাজ্জাক, পাঠাগার ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাড. এএসএমএন হাসানুল্লা এবং সদস্য পদে অ্যাড. রহমতুল্লাহ, অ্যাড. আফরোজা বেগম ফাতেমা, অ্যাড. আরিফুজ্জামান, অ্যাড. ইলিয়াচ কাঞ্চন রনি ও অ্যাড. এহানউদ্দিন (মনা)। এছাড়া আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সহসভাপতি পদে অ্যাড. সাথী বোস (মীরা) ও অ্যাড. শাহজাহান আলী এবং সদস্য পদে অ্যাড. ইমতিয়াজ বিন হারুন (জুয়েল) ও অ্যাড. আব্দুল্লাহ আল মামুন (রাসেল)।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সদস্য পদে অ্যাড. হাসান মাহাবুবুর রহমান ও আওয়ামী আইনজীবী পরিষদ থেকে সদস্য পদে অ্যাড. আব্দুল্লাহ আল মামুন (রাসেল) নির্বাচনে সমান সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে অ্যাড. আব্দুল্লাহ আল মামুনকে (রাসেল) নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করায় মেহেরপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন নির্বাচিতদের অভিনন্দন জানান।

Leave a comment