স্টাফ রিপোর্টার: বোনের সাথে ঝগড়া করে পিতার থাপ্পড় খেয়ে নানাবাড়িতে কয়েকদিন। সেখান থেকে তাকে ফেরানো দূরের কথা, কেউ মান ভাঙাতে নূন্যতম যোগাযোগও করেনি। গতকাল শুক্রবার বিকেলে যখন বাড়ি আলুকদিয়া হুচুকপাড়ায় ফিরলো শাকিবুল, তখন মুখে বিষের গন্ধ। লালা ঝরছে দেখে দ্রুত তাকে নেয়া হয় হাসপাতালে। বাঁচানো গেলো না। কিছুক্ষণের মধ্যেই মারা গেলো সে।
শাকিবুল চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া হুচুকপাড়ার মনিরুল ইসলামের ছেলে। সে ছিলো দু ভাই এক বোনের মধ্যে বড়। কিছুদিন আগে দুর্ঘটনায় আহত হয় সে। তার পিতা এ তথ্য দিয়ে বলেছেন, কয়েকদিন আগে শাকিবুল তার বোনের সাথে ঝগড়া করে। আমি দুটো থাপ্পড় মারি। অভিমান করে চলে যায় নানাবাড়ি দরবেশপুরে। সেখানেই ছিলো। শুক্রবার যখন বাড়ি ফেরে তখন মুখে বিষের গন্ধ পেয়ে দ্রুত হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা শুরু হতে না হতেই মারা গেলো শাকিবুল।