স্টাফ রিপোর্টার: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহে মানববন্ধন পালিত হয়েছে। চুয়াডাঙ্গায় গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে শহরের শহীদ হাসান চত্বরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। সংগঠনের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হিরোক চৌধুরীসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধন থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয় পোস্ট অফিস মোড়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখা ঘণ্টাব্যাপী মানববন্ধন করে। এ সময় সংগঠনের জেলা শাখার সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মানববন্ধন থেকে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অলোক সেনের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। না হলে আরো কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন তারা।