ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গার ফুলবাড়ি এড়েপথের মোড় পাকারাস্তা হতে ফুলবাড়ি পূর্বপাড়া মসজিদ পর্যন্ত রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. রহমান এ কাজের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি বলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন’র সহযোগিতায় এ অর্থ বছরের ৭শ ৫০মিটার রাস্তার পাকাকরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে জালসুকা পর্যন্ত রাস্তাটি পাকা করা হবে। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা এলজিইডি’র উপসহকারী প্রকৌশলী (অব.) আ. লথিপ, উপসহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, ঠিকাদার আ. মোতালেব মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, উপজেলা যুবলীগ নেতা আমির হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান, পুলিশিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, ইলিয়াস হোসেন, সিরাজুল ইসলাম। পরে বেলা ১১টার দিকে বসুভাণ্ডারদহ মসজিদ মোড় থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার পাকাকরনের উদ্বোধন করা হয়।