গাংনী প্রতিনিধি: আসন্ন গাংনী পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণে আওয়ামী লীগে শুরু হয়েছে নানামুখি তৎপরতা। একক প্রার্থী চূড়ান্ত করতে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে কার্যক্রম শুরু হয়েছে। সেলক্ষ্যে আজ শনিবার বিকেল ৫টার মধ্যে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ লক্ষ্যে গতকাল শুক্রবার বিকেলে মাইকিং করা হয়েছে।
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক গতকাল এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ‘আওয়ামী লীগের যে সকল ব্যক্তি মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে আগ্রহী তাদেরকে দলীয় মনোনয়নপত্র উত্তোলন করতে হবে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার কাছ থেকে ওই ফরম সংগ্রহ করে তা পূরণ করে জমা দিতে হবে।’ ২৯ নভেম্বর রোববার দলীয় প্রার্থী সিলেকশন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি আরো বলেন, জেলা-উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দকে নিয়ে গঠিত সিলেকশন কমিটি একক প্রার্থী চূড়ান্ত করে কেন্দ্রে প্রেরণ করবে। একক প্রার্থী নির্ধারণে মাঠ পর্যায়ে জরিপ ও প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত গ্রহণ করা হচ্ছে। মাঠের বাস্তবতা বিবেচনা করে যোগ্য প্রার্থীকেই প্রতীক বরাদ্দের জন্য সুপারিশ করা হবে বলেও জানান তিনি।