আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ শহরের লালব্রিজ এলাকা থেকে ভিসা-পাসপোর্টবিহীন ভারতের মধ্যবয়স্ক হিন্দিভাষি এক ব্যক্তিকে আটক করেছে।
জানা গেছে, আলমডাঙ্গা থানার সেকেন্ড অফিসার মোস্তাফিজ গত ২৬ নভেম্বর রাতে আলমডাঙ্গার লালব্রিজ এলাকা থেকে সন্দেহজনকভাবে ঘুরাঘুরি করার সময় এক হিন্দিভাষি মধ্যবয়স্ক ব্যক্তিকে আটক করেছে। তিনি বাংলা মোটেও বলতেও পারেন না, বুঝতেও পারেন না। হিন্দিতে শুধু নিজের পরিচয় জানিয়েছেন। তিনি ভারতের উড়িষ্যা প্রদেশের মঠবানী জেলার বেনীপাট থানার শেরসাদ গ্রামের মৃত সুরেশ সাহার ছেলে রামানন্দ সাহা বলে নিজের পরিচয় দেন। লোকটি একটু সরল প্রকৃতির। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় বাংলাদেশের সীমান্তে অনুপ্রবেশ নিরোধ আইন বিসিই অ্যাক্টের ৫২’র ৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সংশ্লিষ্ট মামলায় তাকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।