মাথাভাঙ্গা মনিটর: প্রায় এক দশকজুড়ে চলা ফুটবলের ‘দ্বৈত-শাসনে’র কী অবসান হতে চলেছে? ফুটবলের এক কিংবদন্তি তাই মনে করেন। ব্রাজিলের সাবেক তারকা রোনালদো মনে করছেন, ২০১৬ সালে শুরু হয়ে যাচ্ছে নেইমারের রাজত্ব। নিজের সেরা ফর্মে আছেন নেইমার। বার্সেলোনার হয়ে গত মরসুমে ট্রেবল জেতা ফর্মকে টেনে এনেছেন এই মৌসুমে। গত দুই মাসে মেসির অনুপস্থিতিতে আলোটা টেনে নিয়েছেন নিজের ওপর। জাদুতে মুগ্ধ করেছেন। তারপরও যদি নেইমারকে নিয়ে কারও সন্দেহ থাকে, সেটার শেষটুকুও মুছে দিয়েছেন গত ‘এল ক্লাসিকো’তে। আসছে জানুয়ারিতেই ব্যালন ডি’অর পুরস্কারের তিন ফাইনালিস্ট বেছে নেয়া হবে। স্বদেশি রোনালদোর আশা নেইমারই জিতুক ব্যালন ডি’অর, ‘আমি চাই নেইমার এটি জিতুক এবং মেসি-রোনালদোর আধিপত্যের শেষ করুক। কিন্তু এও জানি, এবারও দুজনের একজনের কাছেই যাবে সেটি। বরং নেইমার তৃতীয় হবে কি না, সেটিই নিশ্চিত হতে পারছি না।’ তবে পরের বছরটি যে নেইমারেরই হবে এই নিয়ে সন্দেহ নেই দুবারের এই বিশ্বকাপজয়ীর, ‘আগামী বছর আমার বাজি থাকবে নেইমারের ওপর। নেইমার এখনো শিখছে, সে দিন দিন আরও ভালো হবে। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা মেসির নিজেদের সর্বোচ্চ চূড়ায় পৌঁছানো হয়েই গেছে। ওরা হয়তো আর দুই-এক বছর থাকবে। এটা খুব স্বাভাবিক, নেইমার খুব শিগগিরই বিশ্বসেরার জায়গাটি নিজের করে নেবে।’ সাথে আরেকটি তথ্যও যোগ করলেন এই সাবেক ফিফা বর্ষসেরা, ‘এটি তো সব সময় ব্রাজিলিয়ানদের সম্পত্তিই ছিলো।