সাইকেল ভ্রমণে আলমডাঙ্গার কতিপয় যুবক

আলমডাঙ্গা ব্যুরো: জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকাসহ আশপাশ গ্রামের একদল উদ্যমী তরুণ মোটরসাইকেলে করে দেশের দক্ষিণ বঙ্গের সম্ভাবনাময় পর্যটন ও ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন এবং সেসব স্থান সম্পর্কে ধারণা পেতে মোটরসাইকেলে ভ্রমণের উদ্যোগ নেয়। একই সঙ্গে এক স্থানের মানুষকে অন্য স্থানের সম্ভাবনাময় পর্যটন স্থানগুলোর তথ্যও জানানো হবে। এতে এক এলাকার লোকজন দেশের অন্য এলাকা সম্পর্কে ধারণা পাবে। বৃহস্পতিবার ভোর ৬টায় আলমডাঙ্গা স্বাধীনতা স্তম্ভ চত্বর থেকে ৭টি মোটরসাইকেল যোগে প্রফেসর হাসিবুল হক টুটুল, খাইরুল ইসলাম, মশিউর রহমান, আকবর বিশ্বাস লিজন, ইমরুল হাসান মিশর, দীপক কুমার মজুমদার, সেলিম উদ্দিন , সুরঞ্জন দাস, হাসিবুল হক, বাবুল হোসেন, শরিফুল ইসলাম, মোল্লা মেজবাহ উদ্দিন, মাহবুব আলম জোয়ার্দ্দার, আশরাফুল আলম যাত্রা শুরু করেন। তারা আগামী ৩০ তারিখে মোটরসাইকেল ভ্রমণ শেষে আলমডাঙ্গায় ফেরার কথা জানান।