বগুড়ায় শিয়া মসজিদে গুলিতে মুয়াজ্জিন নিহত

shiaবগুড়ার শিবগঞ্জে শিয়া মুসলিমদের মসজিদে দুর্বৃত্তদের গুলিতে মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর আটমূল ইউনিয়নের হরিপুর বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত আল মোস্তফা জামে মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মাও. শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)। নিহত মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেনও একই গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ওই এলাকার বাসিন্দা হুমায়ন ইসলাম, মেহেদী হাসান ও রবিউল ইসলাম জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের সময় নিয়মিত মুসল্লিদের সাথে ২০-২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের একজনের মাথায় টুপি এবং পরনে পায়জামা-পাঞ্জাবি ছিল। অপর দুইজনের পরনে ছিল সার্ট প্যান্ট। নামাজ শেষে যখন মুসল্লিরা এশার নামাজের জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই মুহূর্তে ওই তিন যুবক রিভলবার নিয়ে মুসল্লিদের লক্ষ্য করে এলোপাতারি গুলিবর্ষণ করতে থাকে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে ওই তিন যুবক মসজিদের দেয়াল টপকে জমির ভেতর দিয়ে পালিয়ে যায়।

এ সময় মসজিদের মুয়াজ্জিনসহ চারজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ মুসল্লিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) মারা যান।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।