দেশের টুকিটাকি: বিএসএফের গুলিতে দু বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে দু বাংলাদেশি নিহত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দু বাংলাদেশি নিহত হয়েছেন। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে। পরিবার, বিজিবি ও স্থানীয়সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের স্বরূপনগর থানার নিত্যানন্দকাঠি এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫) ও কলারোয়া উপজেলার কাকডাঙ্গা গ্রামের আব্দুল খালেক সরদার (৪০)। নিহত খালেক সরদারের স্ত্রী সাহিদা খাতুনের ভাষ্য, অন্য কয়েকজন রাখালের সাথে তার স্বামী গত বুধবার সন্ধ্যায় ভারতে গরু আনতে যান। গতকাল ভোরে জানতে পারেন, তার স্বামী বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। এ সময় নজরুল নামে আরেক বাংলাদেশিও নিহত হয়েছেন বলে শুনেছেন তিনি।

পিলখানা নৃশংসতা : তিন বিচারপতিকে বিশেষ নিরাপত্তা প্রদানে আদেশ
স্টাফ রিপোর্টার: বিডিআর বিদ্রোহ মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণকারী হাইকোর্টের তিনজন বিচারপতিকে বিশেষ নিরাপত্তা প্রদানে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার শুনানির এক পর্যায়ে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চে স্বরাষ্ট্রসচিব ও ডিএমপি কমিশনারকে এ আদেশ দেন। বিশেষ এই বেঞ্চের অপর দু সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার। প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ নভেম্বর পুরান ঢাকার আলিয়া মাদরাসাসংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকা মহানগর তৃতীয় দায়রা জজ ড. আক্তারুজ্জামান পিলখানা হত্যাকাণ্ডের রায় ঘোষণা করেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ২৭৮ জনকে খালাস দেয়া হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ১১৯টি ফৌজদারি আপিল, ১৪১টি জেল আপিল ও ১৫২ জনের মৃত্যুদণ্ড নিশ্চিত করার জন্য একটি ডেথ রেফারেন্স হাইকোর্টে দায়ের করা হয়। খালাসপ্রাপ্ত ২৭৮ জনের মধ্যে ৬৯ জনের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সব আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি হাইকোর্টের একটি বিশেষ বেঞ্চে চলছে।

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ অনুমোদনহীন ওষুধ জব্দ
স্টাফ রিপোর্টার: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদনহীন এক কোটি ২৫ লাখ টাকা মূল্যের বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধগুলোর বেশির ভাগই ক্যানসার, কিডনি, চর্ম ও অ্যালার্জির চিকিৎসায় ব্যবহৃত হয়। গত বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিস থেকে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল এসব ওষুধ জব্দ করে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (এসি) শহিদুজ্জামান সরকার সাংবাদিকদের জানান, সাতটি বড় বক্সের ভিতর ওষুধগুলো পাওয়া গেছে। ওষুধ প্রশাসনের অনুমোদন ছাড়াই তুরস্ক থেকে এসব ওষুধের চালান কয়েকদিন আগে ঢাকায় আসে।

১০ ধর্মযাজককে হত্যার হুমকি দিয়ে চিঠি
স্টাফ রিপোর্টার: রংপুর আঞ্চলিক বাপ্টিস্ট চার্চ সংঘের ফাদারসহ ১০ খ্রিষ্টান ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানকে হত্যার হুমকি দিয়েছে অজ্ঞাত সন্ত্রাসীরা। দিনাজপুর থেকে ডাক যোগে ওই হত্যার হুমকির চিঠি গত মঙ্গলবার রংপুরের জেল রোডে অবস্থিত রংপুর আঞ্চলিক বাপ্টিস্ট চার্চ এর ফাদার রেভারেন্ড বার্নাবাস হেমরম এর হাতে পৌঁছে। এ ঘটনা তিনি রংপুর পুলিশকে জানালে সেখানে পুলিশের টহল জোরদার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ খবর লেখা পর্যন্ত এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ করেননি। তিনি জানান, গত মঙ্গলবার বিকালে ডাক যোগে একটি চিঠি আসে। তিনি চিঠি খুলে দেখতে পান ওই চিঠিতে তাকেসহ রংপুরের খ্রিষ্টীয় ধর্মীয় চার্চের সাত প্রধান ও তিনটি বেসরকারী উন্নয়ন সংস্থা প্রধানকে হত্যার হুমকি দেয়া হয়েছে।