গাংনীর বাওট ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক দল : মাঠ মাতালেন বিদেশি খেলোয়াড়

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর বাওট ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক বাওট ফুটবল দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রামের মাঠে ফাইনালে বামন্দী ফুটবল দলকে ৫-১ গোলে পরাজিত করে স্বাগতিকরা। ফাইনালে অংশগ্রহণ করা নাইজেরিয়ান খেলোয়াড়দের ঘিরে আনন্দে মাতোয়ারা ছিলেন হাজারো দর্শক। কানায় কানায় পরিপূর্ণ দর্শক।
খেলা শুরু থেকে শেষ পর্যন্ত টানা টান উত্তেজনা। আক্রমণ আর পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলোয়াড়রা দর্শকদের উপহার দিচ্ছিলেন তাদের ক্রীড়া নৈপূণ্য। হাজারো দর্শক বাওট ফুটবল মাঠে অন্যরকম আবেশে মেতেছিলো। টুর্নামেন্টের আয়োজক বাওট শাপলা ক্লাব। খেলার শুরুতেই প্রতিপক্ষের ওপর চেপে বসে বাওট দলের স্ট্রাইকারা। প্রথমার্ধেই বাওট গ্রামের সেলিম চারটি গোল করে দলকে এগিয়ে নেন। পরে বামন্দী দলের মনি একটি গোল করে। পরে অবশ্য বাওট দল আরো একটি গোল করে। খেলার বিশেষ আকর্ষণ ছিলো নাইজেরিয় স্ট্রাইকার জনস্টন। তার পায়ে বল মানেই দর্শকদের মধ্যে টান টান উত্তেজনা। বিদেশি খেলোয়াড় তাই দর্শকদের এক বাড়তি উত্তেজনাও দেখা গেছে। উপভোগ করেছেন তার ক্রীড়া নৈপুণ্য। অসাধারণ খেলা উপহার দিয়ে চার গোল করা সেলিম অর্জন করেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার । ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বামন্দী দলের মনির।
খেলা শেষে বাওট শাপলা ক্লাবের খেলা পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল হক, সদস্য নিয়ামত আলী, বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোশারফ হোসেন, আব্দুল কুদ্দুছ, মাহবুব হোসেন পুরস্কার বিতরণ করেন।