গাংনীতে তিন বীজ ব্যবসায়ীর অর্থদণ্ড

গাংনী প্রতিনিধি: অবশেষে টনক নড়েছে মেহেরপুর কৃষি বিভাগ ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি)। মেহেরপুরের বীজের বাজার অনিবন্ধিত ব্যবসায়ীদের দখলে শিরোনামে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশ হলে কর্মকর্তারা নড়েচড়ে বসেন। এরই জেরে গতকাল বৃহস্পতিবার দুপুরে গাংনী উপজেলার ধানখোলা বাজারের বিভিন্ন বীজ বিক্রেতার দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় তিন বীজ ব্যবসায়ীর কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত মান্নান। তবে জেলা বীজ প্রত্যয়ন অফিসার ড. আক্তারুজ্জামান অভিযানে উপস্থিত থাকলেও বিএডিসি কুষ্টিয়া বীজ বিপণন বিভাগের তেমন কোনো তোড়জোড় চোখে পড়ছেন না বলে জানান কৃষি কর্মকর্তারা।
অভিযানের সময় বীজ বিক্রির সনদ, দোকানে বীজ বিক্রি উপযোগী পরিবেশ ও বীজের নানান বিষয় পরীক্ষা করেন ভ্রাম্যমাণ আদালত। স্যাঁতস্যাঁতে পরিবেশে বীজ বিক্রির অপরাধে ধানখোলা বাজারের বীজ ব্যবসায়ী ফজলুল হককে ২ হাজার ও একই বাজারের জামাল উদ্দীনকে পাঁচশ টাকা এবং বিএডিসি মসুর বীজ সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অপরাধে গাংনীর হাসান বীজ ভাণ্ডারকে আড়াই হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে এ ধরনের অপরাধ করা হবে না এমন মুচলেকা ও জরিমানা পরিশোধ করে এযাত্রায় রক্ষা পান এসব বীজ বিক্রেতা।
জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ডক্টর আক্তারুজ্জামান জানান, বীজ প্রত্যয়ন এজেন্সি ছাড়াও বিএডিসি কিছু বীজের প্রত্যয়ন দেয়। তবে বীজের ব্যাপারে গোটা কৃষি বিভাগ সচেতন রয়েছে। জেলাব্যাপী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে আরো অংশ গ্রহণ করেন গাংনী উপজেলা কৃষি অফিসার রইচ উদ্দীন ও আমঝুপি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক শফিকুল ইসলাম।