কালীগঞ্জ ফুটবল একাদশ ৩ গোলে বিজয়ী

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । কালীগঞ্জ উপজেলার নলডাঙ্গা ভুষণ হাইস্কুল মাঠে কালীগঞ্জ ক্রীড়া কল্যাণ সমিতির আয়োজনে ৮টি জেলার ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। গতকাল বিকেলে কালীগঞ্জ ক্রীড়া একাদশ ৩-১ গোলের ব্যবধানে বাগেরহাট দিগন্ত একাদশকে পরাজিত করে জয়লাভ করে। বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী ঝিনাইদহ-১ আসনের এমপি আব্দুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, জেলা পরিষদ প্রশাসক অহেদ জোয়ার্দ্দার, কালীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, মোচিক ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা প্রমুখ।