এবারও আলমডাঙ্গায় নির্বাচনের মাঠে নামছেন আতর আলমগীর

আলমডাঙ্গা ব্যুরো: টানা তৃতীয় বারের মতো আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে লড়তে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সকলের পরিচিত মুখ আলমগীর হোসেন ওরফে আতর আলমগীর। ১ম ও ২য় বার নির্বাচনে যথাক্রমে ৪০ ও ৫৮ ভোট পাইলেও এবার আরও কিছু ভোট বেশি পাওয়ার প্রত্যাশা নিয়ে তিনি মাঠে নামবেন।
জানা গেছে, আলমডাঙ্গা গোবিন্দপুরের মৃত মইজ উদ্দীন শেখের ছেলে আতর ব্যবসায়ী আলমগীর হোসেন। তিনি গত ২ টার্ম আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রবলভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১ম বার তিনি সর্বমোট ৪০ ভোট ও ২য় বার সর্বমোট ৫৮ ভোট পান। এ বছরও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন ইতোমধ্যেই। এবার আর পায়ে হেঁটে কষ্ট করে নির্বাচন নয়, মোটরসাইকেল চড়ে নির্বাচনে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সে জন্য সম্প্রতি তিনি কুমারী গ্রাম থেকে ৭ হাজার টাকা দিয়ে একটি মোটর সাইকেল কেনেন। কয়েকদিন ধরে তিনি আরও ৫ হাজার টাকা ব্যয়ে সেই মোটর সাইকেলটি বেশ ভালোভাবে মেরামত করিয়েছেন। গতকাল সন্ধ্যায় তার মোটরসাইকেল মেরামত করার কাজ শেষ হয়েছে। আজ শুক্রবার থেকে তিনি প্ররোচনায় নামবেন। পূর্বের মত এবারও তিনি সকলকে আতর মাখিয়ে দিয়ে ভোট চাইবেন। ছবিঃ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আলমগীর।